বিদ্যার দেবী তুমি
বুদ্ধির সঞ্চার।
তোমা থেকেই সৃষ্ট
জগতের জ্ঞ্যান - ভান্ডার।।
লেখকের লেখা তুমি,
যোগীর ধ্যান!
তোমার কণ্ঠেই উচ্চারিত
ভক্তের ভক্তি - গান।।
তোমার বিদ্যার কৃপাবলে
হইল ব্রহ্মা সৃষ্টিকর্তা!
তোমার দানেই উদ্ধারিত
স্বয়ং শ্রীমদ্ভগবদগীতা।❤️
দুনিয়াটা বড্ড বোকা
করছে শুধু তোমায় ডাকা।
বোঝেও বোঝেনা তারা
যে তুমি শুধু চেষ্টায় দাও সারা ।
✅ gourabsdiary
Tags:
bengali poem