ভালবাসা, ভালোলাগা ; সবই আছে
তবে হয়েছে ছাড়া ছন্ন।
হাসি, কান্না এখন আর পায়না
কারণ অনুভূতি শূন্য ।।
ভিতরে তুমি যত ইচ্ছা
অশ্রু আগুন মাখো ।
তবু তুমি কিছু না বলে
চুপচাপ চেয়ে থাকো।
ধরা যদি পর গিয়ে
বুঝবে সে তোমার প্রিয়ে ।
তখন হটাৎ করে অশ্রু মুছে
হইও খুশিতে পূর্ন ।
হাসতে তোমায় হবেই প্রিয়
কারণ অনুভূতি শূন্য।।।🙂
©️gourabsdiary
Tags:
bengali poem