বলবো ভালবাসি ❤️🥀

যদি কখনো কেটে যায় হারানোর ভয়
রাতের অন্ধকারেও দেখি চাঁদের হাসি !
সেদিন বলবো তোমায় মনের কথা,
বলবো ভালোবাসি ।❤️🥀

যদি কখনো নদীর বুকের ঢেও হও
তবে নৌকা হবো আমি !
জানবে সেদিন আমার কাছে
কত্ত দামী তুমি ।❤️

যদি হাঁটো ভুল রাস্তায়
তবে ধরব তোমার হাত
তোমার চোখে চোখ রাঙিয়ে 
বকবো সারারাত 🥀

কষ্ট যখন মন আকাশে
তারা হয়ে থাকবো পাশে
অভিমান যখন দেখবো অবিনাশী
বলবো তখন ভালোবাসি 🥀

লেখা - গৌরব মাল 🙂
©️gourabsdiary
আবৃত্তির ইউটিউব লিংক ->  বলবো ভালোবাসি ❤️🥀
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post