চলনা আবার অভিযোগ ভুলে
মিশে যায় এক নিবিরে
ভালোবাসার পুরনো ছোঁয়ায়
ঘর বাঁধি মহাসাগরে ।🙂
চলনা আবার ঝিনুক খুঁজে
মুক্ত নিয়ে করি খেলা
খেয়া পাতার নৌকা নিয়ে
ভাসিয়ে দিয়ে গড়ি ভেলা
চলনা আবার সূর্য খুঁজি
এই ঘন কুয়াশার বুক চিরে
তোর উষ্ণ পায়ের ছোঁয়া পেয়ে
ফিরবে শিশির মেঘের নীড়ে ।
চলনা আবার যাচিয়ে দেখি
কি আছে ভাগ্যে সাজানো
মনে জেদ থাকলেই হবে
নতুন সম্পর্ক গোছানো ।
চলনা আবার শুরু করি
নতুন কাব্যের কাহিনী লেখা
লুকোচুরির মাঝে মাঝে
করবো দুজন আবার দেখা 🙂
চলনা আবার ভিড় রাস্তায়
হাতে হাত ধরে হাঁটি
চলনা আবার ঘুমের মাঝে
অজান্তেই হেসে উঠি 💝✨
©️ গৌরব
Tags:
bengali poem