রোজ ভোরের পাখির মত
কেন আমার ঘুম ভাঙ্গাস !
হতে চাই তোর ভরা রোদ্দুর,
যদি হোস আমার মেঘলা আকাশ ।
দিশাহীন রাস্তায়
যদি হোস জোনাকির আলো,
আমি হব ঝিঁঝিঁ পোকা
ঝি ঝি ডাকে বাসবো ভালো ।
হতে চাই মালগাড়ি
যাবো ছুটে দূর দিকে,
হোস যদি লাস্ট স্টপ
দাঁড়াবো আমি তোরই বুকে ।
হতে চাই পাকা আপেল
যদি হোস বসুন্ধরা,
তোর কোলেই পড়বো আমি
তোর আঁচলেই দেব ধরা ।
©️gourabsdiary
Tags:
bengali poem