রাসলীলা 🥀


কথা ছিল প্রভু মোর করিবেন রাস

নাচবে সেথা সপ্ত সখি আর নাচিবে গোবিন্দ দাস ।


রজনীতে কানু মোর বাজাইলো বাঁশি

সুর শুনে গোপিগণ ছুটে ছুটে আসি ।


সেজেছে সবাই আজ ভিন্ন ভিন্ন সাজে ,

কেউ দিয়েছে আলতা গলায়, কেউ নয়নের মাঝে ।


কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে সাজিছে রাধা 

রাধা বিনা কৃষ্ণ আমার ,লাগে আধা আধা ।


কপালে মাকিছে কাজল নয়নে সিঁদুর

বাঁশির সুরে নাচে মীরা, আর নাচে বিদুর ।


ধরিল নারির বেশ কৈলাশ পতি

কেমনে দেখিবে রাস দ্বারে যে মা পার্বতী ।


রাস শেষে কেঁপে মোর বলে ওঠে ভগবান

তাকিয়ে দেখ রাধে , মদন লয়ে তার মোহিত-বান ।


করেছে পরাজিত ; ব্রহ্মা ,শিবকে

বৃন্দাবনে এলো তাই মোর এ বিঁধতে ।


যেকালে রাধা-কৃষ্ণ যুগল দর্শন দিল

সেইকালে মদনের দর্প চূর্ন হইল ।


শক্তির বলে করেছে মুক্ত তাই তারে কহ ভগবান

রাধা মোর কলঙ্কিনী, দিয়ে প্রেম বলিদান ।

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post