নতুন প্রেমের ছোঁয়ায় ফিরুক জীবনের ছন্দ 💞🥀

 

হারিয়েছে যারা জীবনের আলো

হারাক তাদের সব মন্দ ।

নতুন কারো মিষ্টি ছোঁয়ায়

ফিরুক তাদের জীবনের ছন্দ ।।


পুরনো দিয়েই হোক না শুরু

নতুন কাব্যের ভীত গড়া ।

ফ্লুষ্টপ দিতেও পারো

না দিয়ে কোনো মিথ্যা সাড়া ।।


মিথ্যা প্রেমে বশীভূত হয়ে 

হয়েছি আজ জীবনের জঙ্গী ।

বুদ্ধিমান তো সেই

যে করেছে নিজেকে সঙ্গী ।।


শেষ হোক দুঃখ সারি

অপেক্ষারা পাক পরিণত ।

নতুনত্বের বর্ষাধারায়

ধুয়ে যাক শত ক্ষত ।।

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post