বুঝলে প্রিয়,
আজ অনেকদিন পর আবার স্বপ্ন দেখলাম ।
কি জানো ?
দেখলাম আমার আকাশের সব তারাগুলো তোমার আকাশে চলে যাচ্ছে । আমিও তো এটাই চেয়েছিলাম, তোমায় আলোকিত করে রাখতে ! তাই ক্ষণিকের জন্য খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম । একবারও ভাবিনি এ আনন্দ তাসের ঘরের মত। হটাৎ ই কোথা থেকে যেন একদল মেঘের পাল এসে আমার আকাশটাকে ঢেকে দিল । ঝড়,বৃষ্টি, বজ্রপাতে নাড়িয়ে দিল আমার স্বপ্নের জগৎটাকে। স্বপ্নটা ভেঙে গেল, সাথে ঘুমটাও !
আসলে এটা কোনো স্বপ্ন ছিল না, এটা এক না ভোলা মর্মান্তিক অতীত ।
তবে কি জানো প্রিয়,
আজ তোমার আকাশ বড়ই ঝলমলে,
রং বেরং-এর আলো !
আমার আকাশে আজ নেভানো ধ্রুবতারা ;
তাইতো শুধু অন্ধকার আর কালো
Tags:
short story
Sera vai
ReplyDelete