বেজে গেছে আগমনীর সুর গ্রামে শহরে
শিউলির গন্ধ যেন ছড়িয়ে আছে শিশিরে শিশিরে।
ভাসমান মেঘের দল যেন বলে যায় বারে বারে
মা মোর ফিরতে চলেছে আপন ঘরে।
ভাসমান মেঘের দল যেন বলে যায় বারে বারে
মা মোর ফিরতে চলেছে আপন ঘরে।
মাগো তোর অসীম কৃপায় পার হয়ে যায় সব তরী
মাগো তোর আঁচল ছায়ায় নত হয়ে প্রণাম করি
পুজোর ওই চারখানা দিন
মাতবো সবাই মেনে রুটিন
বিদায় বেলায় নিয়ে যেও মা করোনারূপী অসুরটারে
এটাই মোর প্রার্থনা মাগো ব্যাক্ত করি তোমার দ্বারে ||
Joy MA
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete