স্বাধীনতা (𝕀𝕟𝕕𝕖𝕡𝕖𝕟𝕕𝕖𝕟𝕔𝕖)


স্বাধীনতা  মানে,
দেশের অসমাপ্ত  আত্মকথা

স্বাধীনতা  মানে,
শহীদের রক্তে লেখা গাথা  ||

স্বাধীনতা  মানে,
তেরঙ্গা  প্রতাকা

স্বাধীনতা  মানে,
অশোকস্তম্ভের কাঁটা  ||

স্বাধীনতা  মানে,
যুদ্ধজয়ের শ্বাস

স্বাধীনতা  মানে,
মুক্তির অবকাশ  ||

স্বাধীনতা  মানে,
জাতীয়তাবাদী

স্বাধীনতা মানে,
একশো পঁয়ত্রিশ কোটি আবাদি  ||

স্বাধীনতা মানে, 
রবি ঠাকুরের লেখা গান

স্বাধীনতা মানে, 
সহস্র শহীদের নিঃস্বার্থ বলিদান ।। 🧡
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

3 Comments

Previous Post Next Post