জানো প্রিয়.,
এমন কোনো মুহূর্ত নেই যখন আমি তোমায় মিস করি না, প্রতিটা ঘণ্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু তোমার কথায় মাথায় ঘোরে।
তুমি কেমন আছো , কি করছো, নিজের খেয়াল রাখছো কিনা এই চিন্তা ভাবনা গুলো আমায় যেন ঘিরে ধরেছে,
এখন আর আমার কোনো সম্পর্কই নেই ঘুমের সাথে, ওটাও আমায় ছেড়ে চলে গেছে তোমার সাথে সাথেই।
জানো প্রিয়, ফোনটা এখন আর হাতছাড়া করি না এই ভেবে যে যদি তুমি মেসেজ করো, ফোন করো তাই সবসময় এটা নিজের কাছেই রাখি। আর জানো মেসেজ এর সাউন্ড টাও লাউড করে দিয়েছি যাতে রাত্রি তে চোখ লেগে গেলেও মেসেজ এর আওয়াজ এ আবার উঠে পড়তে পারি। তবে চোখের কোণে কালসিটে টা খুব বেড়েছে, তা সত্বেও ঘুম আসে না।
রাতের অন্ধকারে নিদ্রা এসে বলে, -
"আমি ঘুরে যায় বারে বারে
তোর মন দ্বারে
বার বার ফিরে যায়
হৃদয়ের কাছে হেরে।"
সবাই আমাদের আলাদা করতে চাই প্রিয়, তুমি একটু শক্ত থেকো। কেউ না জানুক তুমি জানো, আমি কতটা ভালোবাসি তোমায়। হয়তো আমার কৃষ্ণ আমাদের পরীক্ষা নিচ্ছে! সব ধরনের কষ্ট দিয়ে যাচিয়ে নিচ্ছে প্রেমকে। হয়ত পরীক্ষা নিচ্ছে আমার ধৈর্য ও তোমার সহনশীলতার। তবে ভয় পেওনা প্রিয়, রাত্রি শেষে দিন যেমন চিরন্তন সত্য, তেমনি কষ্ট শেষে সুখের অনুভূতি টাও চিরন্তন সত্য।
আমিও অপেক্ষায় আছি সেই ভোরের যেদিন আবার সব ঠিক হবে , আবার সব শান্ত হবে । সকালের গুড মর্নিং মেসেজ এ জীবনের নতুন পথ চলা হবে যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবেনা , থাকবেনা তোমায় হারানোর ভয়।
- Gourab Mal
- gourabsdiary 🚩
Tags:
short story