তুমি কখনো মেঘ হয়ে এসো
আমার দুনিয়াই ভেজাতে আমায়
তুমি আমার অনেক শখের
ভালোবাসি তোমায় বৃষ্টির কণায় কণায়।
রাতের তারারা জানি বোঝেনা.,
সূর্য ও পৃথিবীর টান !
শুধু মিট মিট করলেই
হয়না যে জ্ঞান।
চারিদিক নিরব, নিশির ডাক;
স্বপ্নের চরিত্র গুলো সব কালো
শুধু তোমার তেজের আভায়
হচ্ছি আমি আজও আলো 🙇
তবু মাঝে মাঝে মন ভেসে যায়
তোমার কথার কঠিনতায়
কখনো চুরমার আবার কখনো নবনির্মান
তবে ভালোবাসা কমেনা, বেড়েই যায়। 🫂
সূর্য যে মনের মাঝে
পৃথিবী তাই আজও সাজে
দূরে থেকেও কাছে তারা
মনে মনে দেই সারা
এই বায়ুমণ্ডল পৌঁছে দেই
তাদের অনুভূতির ছোঁয়া 💖💙
- gourabsdiary