তোমার জন্য 🍃🥀

তোমার জন্য সহস্র কবিতা 
ফিরে পায় তার প্রাণ;🥀
তোমার জন্যই আবেগী মন 
করে শত অভিমান। ❤️‍🩹

তোমার জন্য এ শহরে
যায়না কারো জেতা!🍃
তোমার জন্য ব্যর্থ সবার
সকল আদিখ্যেতা।।🤦

তোমার জন্য পুব আকাশে
স্তব্ধ ধ্রুবতারা।🌟
তোমার জন্য চাঁদা মামা🌛
দেইনা দিনে ধরা।।

তোমার জন্য চার দেওয়ালের
কান ভাঙাতে রাজি;🤭
তোমার জন্য এ শহরে
হারিয়ে যাব আজি। 🙂

🍃 gourabsdiary©️
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

3 Comments

  1. Khub sundor hoyeche....😊😊

    Kichu jhore pora hoito
    notuner agomone,
    R kichu jhore pora hoye uuthe
    Tomar birohone.🙂

    R bakita tomari captain a😊

    ReplyDelete
Previous Post Next Post