হৃদয়ের কল্পনা 💘



কল্পনাতে শক্ত করে,

ধরে রেখেছ যারে

আদেও কি বেসেছ ভালো?

দিয়েছ কি মন তারে?


শব্দগুলো বড্ড কঠিন !

প্রিয় মানুষটার মুখে ।

আমার-ও হৃদয় পাষাণ-সম !

অবহেলার ফাঁকে ।।


কখনই পরিনা ভেঙে

আসেনা চোখে জল ।

ডায়েরি-টা তাই আজও সাথী

বাকিরা করেছে ছল ।।


দুনিয়া-টা রঙ্গমঞ্চ,

সবাই করে জল্পনা ।

তুমিই হলে আপন মোর !

হৃদয়েরই কল্পনা ।।


©️ Gourab

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

1 Comments

Previous Post Next Post