বুঝলে প্রিয়,
তুমি আজও এলে না।
সামনের ল্যাম্পপোস্টের লাইট টা হটাৎ করেই ভেঙে পড়লো, গভীর রাত আচমকা আওয়াজ পেয়েই ঘুম টা হটাৎ ভেঙে গেলো।
ঘড়িটা দেখলাম, রাত সবে 12 টা বাজে, আসলে ফোন হাতে নিয়ে তার অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি।
হটাৎ যেন ফোনের আওয়াজ যেন শরীরে শিহরণ দিয়ে উঠলো। তার পর চোখ পড়তেই আবার শেষ হয়ে গেলো সব আনন্দ। সবার ফোন আসে শুধু তোমার না।
তুমি তো বললে না প্রিয় , যে তুমি আসবে না। এত আয়োজন এত আবরণ সব যে চলে গেল, নিয়ে গেল আমায়, অন্যলোক ।
তবু তুমি এলে না, একবার ওই মিষ্টি সুরে ওপার থেকে বললে না hello।
আমি অপেক্ষা করেই চললাম , তবু তুমি এলে না। তবু কোনো ক্ষোভ নেই মনে , সময় হলে আবার এসো আবার বলবো ভালোবাসি প্রিয় 😌💙