লেখা- গৌরব মাল
_____________________________
অশিক্ষার অন্ধকারে ,
ছিলাম আমি বড়ই ভালো ।
করলাম যারে মানুষ আমি
সেই আমায় করলো কালো ।।
পশু, পাখি, জীব, জন্তু
সবার আমি আশ্রয়দাতা ।
আবার আমাকেই কাটে বানাতে আশ্রয়,
এ কেমন বিধাতার গাঁথা ।।
যন্ত্রের আধুনিকতাই বিলুপ্ত-প্রায়,
আমার অবলা সন্তানেরা ।
লোভের বশে চামড়া বেচে
আদেও কি ভগবানের শ্রেষ্ট সৃজন তারা ।।
দিতে যদি চাস রে বাছা
মন ভরিয়ে দিস ।
রেখেছিস যারে বন্দী খাঁচায়
মুক্ত করে দিস ।।
Tags:
bengali poem