𝕆𝕟𝕖 𝕊𝕚𝕕𝕖𝕕 𝕃𝕠𝕧𝕖❤ 🌹



একতরফা ভালোবাসা❤️🌹 :

এখন আর কেনো জানিনা ফোনটা ঘাঁটতে ইচ্ছে হয় না। ওই যে সেদিন, মিথ্যে অজুহাত দেখিয়ে লাস্ট মেসেজ করেছিলে!  তারপর কত মেসেজ করার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো সব ব্লকের লিস্টের এপারেই রয়ে গেছে। তারপর থেকেই ফোন আর তেমন ঘাঁটা হয় না। কিন্তু আজও মাঝে মাঝে মেসেজের টুং আওয়াজ টা এলেই বুকের ভেতরটা যেনো ধাক- ধাক করে উঠে। ভাবি এই বুঝি সিন করলে।
অনেক দিন হয়ে গেল , এমন কোনো মুহূর্ত নেই যখন আমি তোমাকে মিস করিনি।
"কাউকে মিস করা মানেই নাকি ভালোবাসা" -এমনটাই তুমি বলেছিলে!
তবু মাঝরাস্তায় এসে ছেড়ে দিলে।
 ভগবানের কাছে তাই পার্থনা করি,
 তোমার ভালোবাসা পূর্ণতা পাক,
আমারটা না-হয় একতরফা-ই থাক।
হয়তো আজ বিশ্বাস টা কমেছে
তবে ভালোবাসা একটুও কমেনি প্রিয়❤️
আজও চাঁদের হাসি দেখে🌙
মনে পড়ে রোজ তোমাকে
কেন তুমি ছায়ার মত👥
স্বপ্নে আসো প্রিয়💭
নতুন ভালোবাসা নতুনভাবে
বরণ করে নিও ❤️
GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post