পুরানো সব ভাবনা যত
ব্যাক্ত করে দিও
নতুন বছর নতুনরূপে,
বরণ করে নিও |
আছে যত রাগ অভিমান
মুক্ত করে দিও
হয় যদি ভুল কখনো
ক্ষমা করে দিও|
মুখোশধারী বন্ধুদের সব,
চিনতে শেখ প্রিয়
নতুন বছর নতুনরূপে,
বরণ করে নিও |
আজও চাঁদের হাসি দেখে
মনে পরে রোজ তোমাকে
তবু তুমি সময় দেখে উইশ করে দিও
নতুন বছর নতুনরূপে বরণ করে নিও ||
#HappyNewYear2021
#HappyNewYear 2021
#GoodBye2020
#GoodBye 2020