বাস্তব (ℝ𝕖𝕒𝕝𝕚𝕥𝕪)


সকালে যখন সূর্য ওঠে 
কিছু মানুষের মুখ ফোটে 
সারাক্ষন পরনিন্দা করে বেড়াই 
ভয় নেই কারো হাই
বেয়াদব দুনিয়ায় 
জানিনা কিসের আশায়
লাগিয়ে দেয় হ্রিংসার লড়াই ||

এ যুগ ঘোর কলি
এবার আমার কথায় বলি 
এই তো সেদিন বললো কেউ ,ঠোঁট কালো, কিসের নেশায় আসক্ত ?
উত্তর দিলাম ,নিকোটিনে নয়,তোমাদের কথায় আজ আমি বিষাক্ত 
মানুষ জেনেশুনেই আজ মনুষত্ব নিধনে ব্যাস্ত ||

GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post