বাংলা বর্ষবরণ--১৪২৭


নিশির শেষে চাঁদের আলো বললো মিষ্টি হেসে
পেরিয়ে গেল পুরানো বছর নদীর স্রোতে ভেসে ||

নতুন বছরে করি অনুরোধ রেখোনা মনে ভয়
চারিদিকে চেয়ে দেখো রাজনীতি ছেড়ে হচ্ছে আজ মনুষ্যত্বের জয় ||

আজ তোমরা আছো বন্দি চারদেওয়ালএর ঘরে
তবু কিন্তু জানিও স্বাগত, নববর্ষকে প্রাণ ভরে ||

জানি একদিন উঠবে সূর্য নতুনরূপে নতুনসাজে
আর বলবে মুক্ত তুমি পৃথিবী কোরোনার রাজত্ব থেকে ||


GOURAB

Developer by profession, Writer by interest, Coder by passion; That's all about me.

Post a Comment

Previous Post Next Post