এক দ্বীপে সব মানবিক অনুভূতিগুলো একসঙ্গে বাস করতো । একদিন সেখানে সুনামির সতর্কতা জারি হলো । তখনি সকল অনুভূতিগুলো নিজের নৌকা ভাঙিয়ে দ্বীপে ছেড়ে চলে যেতে লাগলো । শুধু 'ভালোবাসা' নৌকা বানাতে পারেনি , তাই সে অপেক্ষা করতে লাগলো যদি কেউ সঙ্গে নেই এই আসায় , কেউ যখন নিলো না তখন সে দেখলো, সামনে দিয়ে 'সমৃদ্ধি' নৌকা বেয়ে চলেছে । ভালোবাসা তাকে ডেকে বললো "আমাকে তোমার নৌকায় নেবে ?" সমৃদ্ধি মাথা নেড়ে বললো "না ভাই আমার নৌকা সোনা দানায় ভর্তি আর কাউকে নেবার জায়গা নেই" । আর একটু অপেক্ষা করার পর ভালোবাসা দেখলো 'অহংকার' নৌকা চালিয়ে আসছে , তাকে ডেকে একই প্রশ্ন করতে অহংকার বললো "তোমাকে নেওয়া যাবে না তোমার পায়ে বালি, আমার নৌকা নোংরা হয়ে যাবে " । তারপর 'দুঃখের' নৌকা দেখে তাকে ডাকতে সে বললো " দুঃখিত আমি একলা চলতে চাই " । এরপর 'আনন্দের' নৌকা দেখে ভালোবাসা অনেক বার ডাকলো কিন্তু আনন্দ বেঁচে যাওয়ার খুশিতে এমন বিভোর যে সে তার ডাক শুনলোই না । ভালোবাসা তখন হতাশ হয়ে বালিয়াড়ি তে বসে পড়েছে । তখন এক বুড়ো নৌকা নিয়ে তার কাছে এলো , বললো " আমার সাথে চলো " । বুড়োর মুখ চেনা কিন্তু কে মনে করতে পারলো না । সুনামির আগে নিরাপদ জায়গাতে পৌঁছানোর তাড়ায় ওর রক্ষাকর্তার নাম জানতে চাওয়া অভদ্রতা হবে মনে করে ভালোবাসা চুপ করে রইলো । এক নিরাপদ ভূমিতে বুড়ো নৌকা ভিড়িয়ে ভালোবাসাকে বললো "আর বিপদ নেই তুমি ধীরে সুস্থে এসো, আমার খুব তাড়া আমি আসি " । সে হন হন করে হেঁটে চললো । তখন ভালোবাসা দেখে আর এক চেনা বুড়ো 'জ্ঞান' সে নৌকা ভিড়িয়ে আসছে সেখানে , ভালোবাসা দৌড়ে গিয়ে জানতে চাইলো "ওই যে দূরে লোকটি চলে যাচ্ছে আমার প্রাণ বাঁচালো, ওকে তুমি চেনো ?" জ্ঞান বললো "চিনি তো ও হলো সময় " তখন 'ভালোবাসা' অবাক হয়ে জানতে চাই "সবাই যখন মুখ ঘোরালো তখন ও কেন আমায় ডেকে নিলো ওর নৌকায় ?"
জ্ঞান বললো "একমাত্র সময়ই তো জানে ভালোবাসার মূল্য "
English Translate:-
On one island all human emotions lived together. One day a tsunami alert was issued there. At that moment all sentiments began to break their boat and leave the island. Only 'love' could not make the boat, so he had to wait if someone take him of. When noone take him off Love saw Prosperity was going. Love called to him and said, "Will you get me in your boat?" Prosperity shook his head and said, "No, my boat is full with gold and there is no place to take anyone." And after a short wait, Love saw the 'arrogant' boat launching, calling him and asking him the same question. arrogent says a lot of sands on your feet , my boat would be dirty. Then calling her after seeing the 'sad' boat, she said "sorry I want to go alone". After seeing the 'joy' boat, love called many times but the joy was very happy in the joy of being alive such that he never heard his call. Love then disappointed and sat in the sand. Then an old boat came up to him, saying, "Come with me". The old man , he know the face but could not remember. It was rude to ask for the name of his protector who reach the safe place before the tsunami, love was silent. The old boat on a safe land said to love, "No more danger. Come slowly, I have to go, I'm in a hurry". He walked barefoot. Then seeing another old man 'knowledge' he was approaching the boat, love ran and asked, "That guy who sailed away saved my life, you know him?" Wisdom says "Yes I know! He is the time" and then "love" wants to know "Why did he call me to his boat when everyone turned around?
Wisdom says "the only time knows the value of love".
Tags:
Value of Love